টাঙ্গাইলের ভূঞাপুরের গাবসারা ইউনিয়নের চরাঞ্চলের মানুষ উন্নত স্বাস্থ্যসেবা বঞ্চিত। এ অবস্থায় চরবাসীর ভরসা স্থানীয় হোমিও ডাক্তার শাকিল হোসেন।
সরেজমিনে চরাঞ্চলের ফজলের হাটে গিয়ে দেখা যায়, এখানে উন্নত স্বাস্থ্যসেবার ব্যবস্থা নেই। ছোট্ট একটা টেবিল নিয়ে ডাক্তার শাকিল হোসেন বসে আছেন। তার সামনে রোগীর ভিড়। প্রতিদিন তিনি অসংখ্য রোগী দেখেন।
জানা যায়, শাকিল হোসেনের বাবা আবুল কালাম আজাদ ১৫ বছর ধরে চরাঞ্চলের মানুষকে হোমিও চিকিৎসাসেবা দিয়ে এসেছেন। বয়সের কারণে তিনি আর রোগীর চিকিৎসা দিতে পারেন না। বাবার পথ ধরেই শাকিল সিরাজগঞ্জের সদর আমলা পাড়া থেকে সাপ্তাহে ৪ দিন চরাঞ্চলে ছুটে আসেন। চরবাসীকে দেন স্বাস্থ্যসেবা।
স্থানীয়রা জানায়, চরাঞ্চলে ৪টি স্থানীয় কমনিউটি ক্লিনিক থাকলেও নেই পযাপ্ত সেবা। নেই বিশেষজ্ঞ ডাক্তার। ফলে গাবসারা থেকে শহরের হাসপাতালে নানা যানবাহনে যেতে প্রায় ৪ ঘণ্টা সময় লাগে। এই সময়ে অনেক রোগীর জীবন সংকটাপন্ন হয়ে পড়ে। অনুন্নত যোগাযোগ ব্যবস্থা, অককাঠামো ও চিকিৎসকের সংকটে চরবাসী সামান্য রোগের চিকিৎসাও পান না।
এ পরিস্থিতিতে চরাঞ্চলের কালিপুর, রেহাই চুনন্দী, চর চুনন্দী, বেলতুয়া, বড়জয়পুর, রেহাই গাবসারা, রুহুলীপাড়া, নিকলাপাড়া, নেতারপাড়াসহ প্রায় ১৪টি গ্রামের মানুষ স্বাস্থ্যসেবা নিতে শাকিল হোসেনের কাছে ছুটে আসে।
চিকিৎসার মান ভালো ও খরচও কম হওয়ায় এই হোমিও ডাক্তার চরবাসীর আস্থা অর্জন করেছেন।
বড়জয়পুর গ্রামের শহিদুল ইসলামের স্ত্রী রোজিনা বেগম মাত্র ১৯ দিন আগে সিরাজগঞ্জের একটি হাসপাতালে জন্ম দেন যমজ সন্তান। কিন্তু পরবর্তী শারীরিক জটিলতায় স্থানীয়ভাবে দ্রুত চিকিৎসা পেতে ব্যর্থ হন। তাই তিনি দুই সন্তান নিয়ে হোমিও ডাক্তার শাকিলের কাছে এসেছেন। তার বিশ্বাস তিনি পারবেন তার সন্তানদের সুস্থ করে তুলতে।
তার স্বামী শহিদুল ইসলাম বলেন, ‘এলাকায় ভালো স্বাস্থ্যসেবার খুব অভাব। তাই আমাদের বাইরে যেতে হয়। তবে ডাক্তার শাকিল চেষ্টা করেন আমাদের সাহায্য করতে।’
রেহাই চুনন্দী গ্রামের কৃষক মমিন মন্ডল বলেন, ‘ছোটখাটো অসুখ হলে আমরা ডাক্তার শাকিলের কাছেই যাই। তিনি যতটুকু পারেন, আমাদের সাহায্য করেন। অনেক সময় বিনামূল্যে ওষুধও দেন।’
ডাক্তার শাকিল হোসেন বলেন, ‘আমি চেষ্টা করি আমার সাধ্যের মধ্যে সবার চিকিৎসা দিতে। গ্রামের মানুষ শহরে গিয়ে চিকিৎসা নিতে পারে না, তাই তারা আমার কাছে আসেন।’ তিনি আরও জানান, ‘জ্বর, সর্দি-কাশি, গ্যাস্ট্রিক, চর্মরোগসহ সাধারণ অসুখের জন্য সহজলভ্য ও কম খরচের চিকিৎসা দিয়ে থাকি। দীর্ঘদিন ধরে চরাঞ্চলের মানুষ আমার ওপর নির্ভরশীল হয়ে পড়েছে।’
নিজস্ব প্রতিবেদক/ গ্রামীণ বার্তা
সম্পর্কিত সংবাদ
টাঙ্গাইল
আওয়ামী নেতাকে পিটিয়ে হত্যা
মিজানুরের চাচা মহির উদ্দিন ও স্থানীয়রা জানায়, শুক্রবার ভাইঘাট বাসস্ট্যান্ড জামে মসজিদে মাগরিবের নামাজ আদায় করে মিজানুর...
টাঙ্গাইল
ধনবাড়ী নওয়াব শাহী মসজিদে ফুটেছে ম্যাগনোলিয়া
নওয়াব শাহী জামে মসজিদের উত্তর পাশে দেয়ালঘেঁষে দাঁড়িয়ে থাকা গাছে ফুটেছে এ ফুল। ১২টি পাপড়ি সাজানো দুই সারিত উপরেরগুলো ছোট,...
রাজনীতি
মানবাধিকার সংকটে ইউনুস সরকারের ভূমিকা
গত আগস্টে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতা থেকে উৎখাত হওয়ার পর বাংলাদেশের শাসনভার গ্রহণ করেন নোবেল শান্তি পুরস্কার বিজয়ী...
বিশ্ব
ভারতে ছড়ানো হচ্ছে মুসলিমবিদ্বেষী গান
উগ্র হিন্দুত্ববাদী বিভিন্ন গ্রুপ থেকে গানগুলো অনলাইনে ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়া হচ্ছে। তারা গানগুলো বিভিন্ন সামাজিক মাধ্যম...
বাংলাদেশ
দেশে ফিরছেন খালেদা জিয়া
হিথরো আন্তর্জাতিক বিমান বন্দর থেকে তাকে অ্যাম্বুলেন্সে করে সরাসরি লন্ডনের ডেভেনশায়ার প্লেসে ‘লন্ডন ক্লিনিক’ এ ভর্তি করা...
বাংলাদেশ
'আমার বিরুদ্ধে ১১১টি মামলা, ১১ বার জেলে গিয়েছি'
সাবেক সেনা কর্মকর্তা আবদুল্লা হিল আমান আজমীর প্রসঙ্গ টেনে মির্জা ফখরুল বলেন, ‘তিনি একজন মেধাবী সেনা কর্মকর্তা ছিলেন, যাক...
