আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের অন্তবর্তীকালীন সরকার অবশ্যই আইনগত আটক প্রথা প্রতিষ্ঠা করতে হবে এবং যেসব আইন রাজনৈতিক বিরোধীদের লক্ষ্য করে ব্যবহার করা হয়েছে, সেগুলোর বাতিল করতে হবে।
"প্রকৃত সংস্কারগুলো শক্তিশালী করতে হবে, যার মাধ্যমে ভবিষ্যতের শাসকগণ রাজনৈতিকভাবে পক্ষপাতিত্বমুক্ত একটি সুশাসন প্রতিষ্ঠিত করতে পারে,"
মানবাধিকার লঙ্ঘনের পুনরাবৃত্তি
গত আগস্টে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতা থেকে উৎখাত হওয়ার পর বাংলাদেশের শাসনভার গ্রহণ করেন নোবেল শান্তি পুরস্কার বিজয়ী মুহাম্মদ ইউনুস। তিনি দেশটিতে ব্যাপক গণতান্ত্রিক সংস্কার ও নতুন নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি দিয়েছেন।
তবে, এইচআরডাব্লিউ উল্লেখ করেছে যে, ইউনুসের প্রশাসন যখন হাসিনার বিরোধীদের উপর নির্যাতনমূলক কার্যক্রম পরিচালনাকারী প্রতিষ্ঠানে সংস্কার প্রক্রিয়া শুরু করেছে, তখন পুলিশের কিছু কর্মকাণ্ড তার সরকারের শাসনামলের পুরনো নির্যাতনমূলক প্রথার পুনরাবৃত্তি করেছে।
রিপোর্টে বলা হয়, নিরাপত্তা বাহিনী কর্তৃক নিহত ব্যক্তিদের পরিবার সদস্যদের চাপ দিয়ে মামলায় স্বাক্ষর করানো হয়েছে, যেখানে তারা জানত না কাদের বিরুদ্ধে তারা সাক্ষ্য দিচ্ছে। তাছাড়া, হাসিনার সরকারের প্রতি সহানুভূতিশীল সাংবাদিকদের বিরুদ্ধে হত্যার অভিযোগসহ নানা ধরনের প্রতিশোধমূলক কার্যক্রম চালানো হয়েছে।
শুদ্ধি প্রক্রিয়া প্রয়োজন এইচআরডাব্লিউ এশিয়া পরিচালক ইলেইন পিয়ার্সন বলেন, "প্রায় ১,০০০ বাংলাদেশি গণতন্ত্রের জন্য জীবন দিয়েছেন, যা বাংলাদেশের জন্য একটি নতুন মানবাধিকার-সন্মানিত ভবিষ্যৎ নির্মাণের সুযোগ এনে দিয়েছে। এই অর্জনগুলো হারানোর আগেই অন্তবর্তীকালীন সরকারকে দ্রুত এবং কাঠামোগত সংস্কার করতে হবে, যাতে ভবিষ্যতে কোনো সরকারের নির্যাতন সহ্য করতে না হয়।"
এইচআরডাব্লিউ সরকারকে জাতিসংঘের মানবাধিকার বিশেষজ্ঞদের সহায়তা গ্রহণের পরামর্শ দিয়েছে, যাতে বাংলাদেশের সংস্কার প্রক্রিয়া সুদূরপ্রসারী এবং স্থায়ী হয়।
ইউনুস সরকারের পক্ষ থেকে এখনও এই রিপোর্টের উপর কোনো মন্তব্য আসেনি। তবে, ৮৪ বছর বয়সী ইউনুস বলেছেন, তার সরকার একটি "পুরোপুরি ভেঙে পড়া" প্রশাসনিক ব্যবস্থা পেয়েছে, যা পুনর্গঠন করতে হবে যাতে ভবিষ্যতে কোনো ধরনের সরকারি অপব্যবহার পুনরায় ঘটতে না পারে।
তিনি আগস্টে শপথ নেওয়ার পর বলেছিলেন, "বাংলাদেশ একটি পরিবার। আমাদের একে অপরকে একত্রিত করতে হবে। এর অগণিত সম্ভাবনা রয়েছে।" তবে তিনি আরও বলেছেন, হাসিনার শাসনামলে যারা অন্যায় করেছে, তাদের "দায়ী করা হবে।"
আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডাব্লিউ) একটি রিপোর্টে সতর্ক করেছে যে, অন্তবর্তীকালীন সরকার যদি যথাযথ সংস্কার বাস্তবায়ন না করে, তবে বাংলাদেশের ইতিহাসে দেখা থাকা মানবাধিকার লঙ্ঘনের পুনরাবৃত্তি হতে পারে।
স্টাফ রিপোর্টার/ গ্রামীণ বার্তা
সম্পর্কিত সংবাদ
টাঙ্গাইল
জিআই পণ্যের স্বীকৃতি পেলো ‘জামুর্কীর সন্দেশ’
পাকুল্যা গ্রামের বাসিন্দা তপন কুমার শেঠ বলেন, আমাদের এলাকার পণ্য জিআই স্বীকৃতি পাওয়ায় আমরা আনন্দিত। এই স্বীকৃতিতে বর্তমা...
টাঙ্গাইল
লৌহজং নদীর কুমুদিনী হাসপাতাল ঘাটে সেতু না থাকায় দুর্ভোগ
পাহাড়পুর গ্রামের বাসিন্দা সালাহ উদ্দিন ডন জানান, কুমুদিনী হাসপাতাল খেয়াঘাটে একটি সেতু নির্মাণ তাদের দীর্ঘদিনের দাবি। সবা...
টাঙ্গাইল
ট্রান্সফরমার চুরি, সেচ-সংকটে বোরো ধান
গ্রাহকরা জানান, প্রতি বছরই বিদ্যুতের মূল্য বৃদ্ধির সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ট্রান্সফরমারের দাম। ৫-২৫ কেভিএ ট্রান্সফরমারের...
খেলা
ফাইনালে এক পা ম্যানচেস্টার ইউনাইটেডের
লিগে ছন্দে নেই ম্যানচেস্টার ইউনাইটেড। তবে ইউরোপা লিগে এখন পর্যন্ত অপরাজিত তারা। জয়ের ধারা ধরে রেখেছে সেমিফাইনালেও। প্রথম...
রাজনীতি
মানবাধিকার সংকটে ইউনুস সরকারের ভূমিকা
গত আগস্টে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতা থেকে উৎখাত হওয়ার পর বাংলাদেশের শাসনভার গ্রহণ করেন নোবেল শান্তি পুরস্কার বিজয়ী...
টাঙ্গাইল
মসজিদের মটর চুরির অভিযোগ, নির্যাতনে মারা গেল যুবক
বুধবার (৩০ এপ্রিল) বিকেলে উপজেলার পাথরাইল ইউনিয়নের আকন্দপাড়া গ্রামে ঘটেছে ঘটনাটি।
